আইএসও সনদ পেল ইউএস বাংলা

দেশের প্রথম বিমান সংস্থা হিসেবে আইএসও সনদ পেয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2014, 04:00 PM
Updated : 28 Dec 2014, 04:02 PM

রোববার বেসরকারি বিমান সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সঠিক সময়ে, নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করে ফ্লাইট পরিচালনার জন্য এ সনদ লাভ করেছে বিমান সংস্থাটি।

গত ১৭ জুলাই বাংলাদেশের আকাশে ফ্লাইট পরিচালনা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম রুটে ৪টি, ঢাকা-যশোর রুটে ১টি, ঢাকা-কক্সবাজার রুটে ১টি, ঢাকা-সৈয়দপুর রুটে ১টি,  ঢাকা-সিলেট রুটে ১টিসহ মোট ১৬টি ফ্লাইট পরিচালনা করছে বিমান সংস্থাটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে রয়েছে ৭৬ আসনের ড্যাশ-৮ মডেলের ২টি উড়োজাহাজ।

আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে আরো দুটি ড্যাশ-৮ এবং দুটি বোয়িং ৭৩৮ উড়োজাহাজ বহরে যুক্ত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।