জানুয়ারিতে 'জাপান ফেয়ার ইন বাংলাদেশ'

আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'জাপান ফেয়ার ইন বাংলাদেশ'।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2014, 03:41 PM
Updated : 18 Dec 2014, 03:41 PM

জাপান সরকারের প্রতিষ্ঠান জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং বাংলাদেশি বিজ্ঞাপনী সংস্থা উইন্ডমিল অ্যাডভারটাইজিং  লিমিটেড এ সংক্রান্ত এক চুক্তিতে সই করেছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেট্রোর পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি অনুযায়ী আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে 'জাপান ফেয়ার ইন বাংলাদেশ-২০১৫' পরিচালনা করবে বিজ্ঞাপনী সংস্থা উইন্ডমিল।   

এতে জানানো হয়, জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কে কাভায়ানো এবং উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডের সিইও সাব্বির রহমান তানিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।