মাইক্রোম্যাক্সের অ্যান্ড্রয়েড সেট বাজারে

দেশের বাজারে অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট নিয়ে এসেছে মোবাইল সেট বাজারজাতকারী প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স ইনফরমেটিকস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2014, 02:21 PM
Updated : 18 Dec 2014, 02:22 PM

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ক্যানভাস এ১ নামের সেটটি বাজারজাতের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

মাইক্রোম্যাক্সের কর্মকর্তা নাজমুল হাসান শিবলি বলেন, "ইতোমধ্যে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের সঙ্গে কৌশলগত অংশীদারি চুক্তি হয়েছে, যার ফলে এই সেটের ব্যবহারকারীরা টানা দুই বছর গুগলের আপডেট সেবা পাবেন। বাংলাদেশের বাজারে নতুন এই হ্যান্ডসেটের দাম ধরা হয়েছে ৯,৯৯৯ টাকা।"

তিনি জানান, হ্যান্ডসেটের সঙ্গেই ভিডিও কল, সোশিয়েলাইজ বা সামাজিক নেটওয়ার্কে যোগাযোগ, খবর ও আবহাওয়ার তথ্য জানা, গেইম খেলা, জিমেইল, গুগল সার্চ ও গুগল ট্রান্সলেটসহ প্রয়োজনীয় অনেকগুলো অ্যাপ্লিকেশন ডাউনলোড করা থাকবে।

অনুষ্ঠানটি উপলক্ষে গুগলের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কেইসার সেন গুপ্তার ধারণকৃত ভিডিও বক্তব্য প্রচার করা হয় 

বক্তব্যে তিনি বলেন, "মাইক্রোম্যাক্স ইনফরমেটিকসের সঙ্গে অংশীদারির মাধ্যমে বাংলাদেশসহ উদীয়মান বাজারগুলোতে সাশ্রয়ী দামে উচ্চ মানসম্পন্ন ও প্রচুর প্রোগ্রাম সম্বলিত হ্যান্ডসেট বাজারজাত করতে পেরে গুগল আনন্দিত।"

সংবাদ সম্মেলনে জানানো হয়, সেটটিতে রয়েছে অ্যান্ড্রয়েডের ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম।

এছাড়া দীর্ঘস্থায়ী ব্যাটারি, অত্যাধুনিক নোটিফিকেশন সুবিধা, ফ্রন্ট ও রিয়ার ফেইসিং ক্যামেরা, এক জিবি (গিগাবাইট) র‌্যাম, ১.৩ গিগাহার্টজ গতির কোয়াড-কোর প্রসেসর, দীর্ঘস্থায়ী সেবা প্রদানে সক্ষম ব্যাটারি, দুটি সিম ব্যবহার, এফএম রেডিও এবং অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড রাখার সুবিধা আছে বাজারে আসা নতুন এই সেটটিতে।