হাওলা চার্জ উঠিয়ে দিল ডিএসই

স্বয়ংক্রিয়ভাবে নতুন লেনদেন পদ্ধতিতে লট প্রথা উঠিয়ে দেওয়ার পর চার কার্যদিবস পর্যবেক্ষণ করে লেনদেনের ওপর হাওলা চার্জ উঠিয়ে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 06:42 PM
Updated : 17 Dec 2014, 07:42 PM

তবে লাগা চার্জ বাবদ ব্রোকারেজ হাউস থেকে শতকরা ৩ পয়সা নেবে ডিএসই। আগে লাগা চার্জে ব্রোকারেজ হাউজগুলোর ২ পয়সা করে দেওয়া লাগত।

বুধবার এক বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

এর পাশাপাশি লাগা চার্জের নাম পরিবর্তন করে এখন থেকে ‘ট্রান্সফার ফি’ হিসেবে অভিহিত করার কথাও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, বন্ড মার্কেটের ক্ষেত্রে ট্রানজেকশন ফি বা লেনদেন ফি ট্রেড প্রতি ৫০ টাকা ধার্য করা হয়েছে। আর বিনিয়োগকারীদের কাছ থেকে কমিশন আদায়ের ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল থাকবে।

বুধবার বিকেল সাড়ে ৩টায় পুজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর তাদের মতামত এবং ১১ ডিসেম্বর থেকে চালু হওয়া নতুন স্বয়ংক্রিয় পদ্ধতি চারদিন পর্যবেক্ষণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিএসই জানিয়েছে।

তবে বিনিয়োগকারীদের কমিশন চার্জ আগের মতেই থাকবে। এতে ব্রোকারদের আগের চেয়ে ১০ পয়সা বেশি দিতে হবে।

বিনিয়োগকারীদের কাছ থেকে টাকার অঙ্কে মোট লেনদেনের ওপর ব্রোকারেজ হাউজ ভেদে শতকরা ৩৫ থেকে ৫০ পয়সা কমিশন নেওয়া হয়।