ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইট বাড়াল রিজেন্ট

ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে রিজেন্ট এয়ারওয়েজ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 01:24 PM
Updated : 23 Dec 2014, 12:47 PM
বুধবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক এই রুটে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহে বাকি পাঁচদিন ফ্লাইট পরিচালনা করবে দেশিয় এই বিমান সংস্থাটি।

আগে সপ্তাহে চারদিন ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে রিজেন্টের ফ্লাইট চলাচল করত।

বাংলাদেশের জনশক্তির অন্যতম বাজার মালয়েশিয়া। আএর পাশাপাশি সম্প্রতি দেশটি বাংলাদেশি পর্যটকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে। এই রুটে যাত্রীর সংখ্যা আগের চেয়ে বেড়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির হেড অফ সেলস ইরফানুল হক বলেন, “এই রুটে যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় রেখে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হয়েছে।”

এতে জানান হয়, ১২৬ সিটের বোয়িং ৭৩৭-৭০০ নিউ জেনারেশন উড়োজাহাজটি শীতকালীন সময়সূচি অনুযায়ী রাত ১১টা ২০ মিনিটে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যাবে এবং সে দেশের সময় ভোর ৫টা ২০ মিনিটে পৌঁছাবে।

সেখান থেকে সকাল ৬ টা ২০ মিনিটে ছেড়ে এসে বাংলাদেশ সময় সকাল ৮টা ২০মিনিটে ঢাকায় পৌঁছাবে।