গ্রামীণফোনে ‘ফ্রি ইন্টারনেট’ টিকেট

বাংলাদেশের বৃহত্তম টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন তার অপেরা মিনি ব্যবহারকারী গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ফ্রি ‘ইন্টারনেট টিকেট’ অফার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2014, 01:36 PM
Updated : 15 Dec 2014, 01:37 PM
এই অফারের আওতায় গ্রামীণফোনের অপেরা মিনি ব্যবহারকারীরা ১৬ ডিসেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু ওয়েবসাইটের জন্য পাচ্ছেন ফ্রি ডাটা প্যাক।

যেসব ওয়েবসাইটের জন্য অপেরা মিনি ব্যবহারকারীরা ফ্রি ইন্টারনেট প্যাক পাবেন সেগুলো হলো ফেইসবুক, ক্রিকবাজ ডটকম এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ইন্টারনেট প্যাকে রয়েছে প্রতিটি ওয়েবসাইটে প্রতিদিন ৩০ মিনিট ফ্রি ব্যবহারের সুযোগ।

বাংলাদেশের অপেরা মিনি ব্যবহারকারীদের জন্য এরকম ফ্রি ডাটা প্যাক প্রথমবারের মতো গ্রামীণফোন নিয়ে এসেছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অপেরা মিনি একটি ফ্রি ওয়েব ব্রাউজার যা অ্যান্ড্রয়েড, আইওএস থেকে শুরু করে সাধারণ জাভা ফোনেও ব্যবহার করা যায়।

গ্রামীণফোন ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে অপেরা মিনি ডাউনলোড করতে পারেন ৫০০০ শর্ট কোডে ‘অপেরা’ এসএমএস করে।