তমা গ্রুপের সঙ্গে রবির কর্পোরেট চুক্তি

তমা গ্রুপের সাথে একটি কর্পোরেট চুক্তি সই করেছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2014, 01:36 PM
Updated : 15 Dec 2014, 01:36 PM

সম্প্রতি রাজধানীর রবি কর্পোরেট অফিসে এ চুক্তি হয়ে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই চুক্তির আওতায় তমা গ্রুপ রবি’র বিশেষ কল রেট, কল কনফারেন্সিং, ক্লোজ ইউজার গ্রুপ ফ্যাসিলিটি ও ইন্টারনেটসহ বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস সুবিধা পাবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

রবি’র চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাবউদ্দিন আহমদ ও তমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) আতাউর রহমান মানিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে রবি’র ইভিপি আদিল হোসেন নোবেল, ভিপি আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম, তমা ট্যাক্সি ক্যাব প্রকল্পের চিফ এক্সিকিউটিভ অফিসার (প্রধান নির্বাহী) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ মুস্তফা কামাল, তমা প্রপার্টিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন।