শীতবস্ত্র বিতরণে সিএসআরের অর্থ ব্যয়ের সুযোগ

সরকার মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের সিএসআর কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে সরকার।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2014, 05:52 PM
Updated : 14 Dec 2014, 05:52 PM

চলতি শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণে সিএসআর খাতের অর্থ খরচ করতে পারবে এই চার ব্যাংক।

গত ২৮ অগাস্ট থেকে জনতা ব্যাংক, অগ্রণী, রূপালী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) সিএসআর কার‌্যক্রম স্থগিত করেছিল সরকার।

ওই স্থগিতাদেশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জনতা ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান আবুল বারকাতের মধ্যে ‘বাহাস’ হয়েছিল।

অর্থমন্ত্রী বলেছিলেন, সিএসআরের অর্থ অপব্যয় হওয়ায় এটা ‘স্থগিত’ করা হয়েছে।

বারকাত বলেছিলেন, অর্থমন্ত্রীর কথামতো তার এলাকায় জনতা ব্যাংকের সিএসারের অর্থ না দেওয়ায় তিনি সিএসআর কার‌্যক্রম বন্ধ করে দিয়েছেন।

রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব রিজওয়ানুল হুদা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৮ অগাস্টে জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনা আংশিক শিথিলক্রমে জানানো যাচ্ছে যে, শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র, কম্বল ইত্যাদি বিতরণের ক্ষেত্রে সিএসআরের অর্থ ব্যয় করা যাবে।

২৮ অগাস্টের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছিল, ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ সিএসআর তহবিল থেকে ব্যাপকভাবে অর্থ ব্যয় করে যাচ্ছে, যার বিরূপ প্রভাব পড়ছে ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততায়।