গ্যাস-বিদ্যুতের দাম না বাড়াতে চট্টগ্রাম চেম্বারের আহ্বান

বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়াতে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর কাছে আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2014, 03:42 PM
Updated : 26 Nov 2014, 03:42 PM

বুধবার উপদেষ্টা বরাবর চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।

চিঠিতে বলা হয়, গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছিল। বর্তমান সরকার নতুন করে ক্ষমতা গ্রহণের পর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় সাধারণ মানুষ ধীরে ধীরে আর্থিক দুরাবস্থা কাটিয়ে উঠছে।

এ পরিস্থিতিতে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের জীবিকা নির্বাহ চাপের মুখে পড়বে বলে আশংকা প্রকাশ করা হয় চিঠিতে।

সরকারের গত মেয়াদে ছয় দফা বিদ্যুতের দাম বাড়ানোয় বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে আর দাম বাড়ানো সমীচীন হবে না বলেও চিঠিতে বলা হয়।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো নিয়ে প্রকাশিত খবরে উদ্বেগ জানিয়ে এ আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।