পুঁজিবাজারে সূচকের পতন, আইসিবির লভ্যাংশ

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2014, 12:10 PM
Updated : 24 Nov 2014, 12:10 PM

সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৯ পয়েন্ট কমে চার হাজার ৭৬৯ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৩৫৫ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স ১৩০ পয়েন্ট কমে নয় হাজার ০০৯ পয়েন্টে নেমেছে।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারে হাতবদল হয়েছে ২৭ কোটি টাকার শেয়ার।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৬১টির দাম বেড়েছে; কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত ছিল ৪২টি কোম্পানির শেয়ারের দাম।

আইসিবির লভ্যাংশ ঘোষণা

আইসিবি লিমিটেড পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ  নগদ লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ২০১৪ সালের ৩০ জুন সমাপনী বছরের জন্য এই লভ্যাংশ সুপারিশ করা হয়েছে।

আগামী ২০ ডিসেম্বর সকালে রাজধানীর পূর্বানী হোটেলে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ৩ ডিসেম্বর রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।

সমাপনী বছরে কোম্পানির ১০০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে  ৮৫ টাকা ৪৭ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৭৩০ টাকা ৭৬ পয়সা।