ডিএসইতে লেনদেন চারশ’ কোটির নিচে

সূচক ও লেনদেন কমার মধ্য দিয়ে সপ্তাহ শুরু করেছে দেশের দুই পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 02:59 PM
Updated : 23 Nov 2014, 02:59 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনও চার মাসের মধ্যে সবচেয়ে কমে গিয়ে চারশ’ কোটির নিচে এসে দাঁড়িয়েছে। এদিন হাতবদল হয়েছে ৩৪৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৩৮ কোটি টাকা কম।

এর আগে গত ২৪ জুলাই ডিএসইতে ৩৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রোববার ঢাকা পুঁজিবাজারের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬১ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩৮ পয়েন্ট হয়।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্সও এদিন ১১৫ পয়েন্ট কমে ৯ হাজার ১৩৯ পয়েন্ট হয়েছে। সিএসইতে হাতবদল হয় ২৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম।

ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৬৩টির দাম বেড়েছে; কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত ছিল ৩২টি কোম্পানির শেয়ারের দাম।