২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম এবং এনভয় টেক্সটাইল লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2014, 11:56 AM
Updated : 20 Nov 2014, 11:56 AM

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়ামের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৯৫ শতাংশ নগদ, ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী বছর ১৬ জানুয়ারি সকালে চট্টগ্রামে কারখানা প্রাঙ্গণে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

  ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে মেঘনা পেট্রোলিয়াম ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৮১ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৬৪ টাকা ৩৫ পয়সা।

বস্ত্রখাতের বেসরকারি প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ, ৩ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপরিশ করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী বছর ২৪ ডিসেম্বর সকালে কারওয়ান বাজারের সামারাই কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে এনভয় টেক্সটাইল ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২১ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৩৮ টাকা ৪৩ পয়সা।