সূচক বেড়েছে দুই পুঁজিবাজারেই

সূচক বৃদ্ধি দিয়ে সপ্তাহের চতুর্থ দিন শেষ করেছে দেশের দুই পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2014, 07:03 AM
Updated : 19 Nov 2014, 01:45 PM

বুধবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ৯২৬ পয়েন্ট। হাতবদল হয়েছে ৫৭৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার।

বুধবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৫ লাখ টাকারও বেশি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স ৬৯ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ৩১২ পয়েন্ট।

এ বাজারে হাতবদল হয়েছে ৪৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার, আগের দিনের চেয়ে যা ৬ কোটি টাকা কম। 

ডিএসইতে লেনদেন হওয়া ২৯৯টি কোম্পানির শেয়ারের মধ্যে ১৫৮টির দাম বেড়েছে; কমেছে ১০২টি এবং অপরিবর্তিত ছিল ৩৯টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে সিএসইতে ২২৬ টি কোম্পানির শেয়ারের হাত বদল হয়েছে, যার মধ্যে দাম বেড়েছে ১১৭টির এবং কমেছে ৮৪টির।