গ্রামীণফোনে বিনা খরচে ‘এখনই ডটকম’ ব্রাউজ

দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণেফোনের গ্রাহকরা এখন থেকে বিনা খরচে ই-কমার্স পোর্টাল ‘এখনই ডটকম’ সাইটে ঢুকতে পারবেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2014, 01:19 PM
Updated : 18 Nov 2014, 02:31 PM

পাশাপাশি এই সাইট থেকে প্রথম যে কোনো পণ্য কেনায় ৫০ টাকা ছাড় পাবেন গ্রামীণফোনের গ্রাহকরা।

মঙ্গলবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গ্রামীণফোন এবং ‘এখনই ডটকম’র মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি হয়েছে।

গ্রামীণফোনের প্রধান ক্রয় কর্মকর্তা আসিফ তৌহিদ এবং এখনই ডটকমের প্রধান বাণিজ্য কর্মকর্তা সৈয়দ আশরাফ মোহাম্মদ ইকবাল চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির ফলে গ্রামীণফোনের গ্রাহকরা নিজেদের মোবাইল ব্রাউজার এবং অপেরা মিনি ব্রাউজারের মাধ্যমে এ সেবা নিতে পারবেন।

বাংলাদেশে ই-কমার্স পোর্টাল ‘এখনই ডটকমের’ মাধ্যমে যে কেউ দেশ অথবা দেশের বাইরে থেকে অনলাইনে নানা ধরনের পণ্য কিনতে পারেন।

বাংলাদেশের টেলিকম খাত এবং ই-কমার্স খাতের কোনো প্রতিষ্ঠানের মধ্যে এটিই প্রথম সমঝোতা চুক্তি বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রামীণফোন।