বাংলাদেশে ‘এক্সপ্রেস মানির’ ১২ শতাংশ প্রবৃদ্ধি

দেশে বৈধ চ্যানেলে আসা রেমিটেন্সের ১০ শতাংশই অর্থ স্থানান্তর প্রতিষ্ঠান এক্সপ্রেস মানির মাধ্যমে আসে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2014, 01:15 PM
Updated : 18 Nov 2014, 01:15 PM

মঙ্গলবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

রাজধানীর একটি অভিজাত হোটেলে এক আলোচনা অনুষ্ঠানে এক্সপ্রেস মানির ভাইস প্রেসিডেন্ট সুদেশ গিরিয়ান জানান, ২০১৩-১৪ অর্থবছরে বৈধ চ্যানেলে আসা মোট রেমিটেন্সের পরিমাণ ছিল ১৪ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার। এ অর্থের প্রায় ১০ শতাংশ এসেছে তাদের মাধ্যমে। এ সময় দেশে এক্সপ্রেস মানির মাধ্যমে রেমিটেন্স আদান প্রদান বেড়েছে ১২ শতাংশ।

অর্থ স্থানান্তরকারী এই প্রতিষ্ঠান জানিয়েছে, বাংলাদেশে বৈধ বা প্রাতিষ্ঠানিক চ্যানেলে রেমিটেন্স প্রবাহ ত্বরান্বিত করতে তারা গত এক বছরে রেমিটেন্স বিতরণ নেটওয়ার্ক ২৭ শতাংশ বৃদ্ধি করেছে।

এক্সপ্রেস মানির কান্ট্রি ম্যানেজার শামীম ইফতেখার বলেন, প্রবাসীদের প্রাতিষ্ঠানিক চ্যানেলে অর্থ প্রেরণের বিষয়টি নিশ্চিত করা গেলে ২০২০ সালের মধ্যে ২০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।

এক্সপ্রেস মানি একটি আন্তর্জাতিক অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠান। বিশ্বের ১৫০ দেশে ১ লাখ ৭০ হাজার এজেন্ট লোকেশন রয়েছে প্রতিষ্ঠানটির।