ডিএপি সারের দাম কমল

ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের দাম কেজিতে দুই টাকা কমিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2014, 11:40 AM
Updated : 30 Oct 2014, 01:21 PM

কৃষক পর্যায়ে ডিএপি সারের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি ২৭ টাকা থেকে কমিয়ে ২৫ টাকা এবং ডিলার পর্যায়ে ২৫ টাকা থেকে কমিয়ে ২৩ টাকা নির্ধারণ করেছে কৃষি মন্ত্রণালয়।

আগামী ১ নভেম্বর থেকে এই নতুন মূল্য কার্যকর হবে বলে বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সুষম সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং কৃষিতে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ টেকসই খাদ্য নিরাপত্তার স্বার্থে ডিএপি সারের দাম কমানো হয়েছে।