সূচক-লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2014, 11:29 AM
Updated : 30 Oct 2014, 11:29 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৭৩ পয়েন্টে হয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৭২৫ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৭৯ কোটি টাকা বেশি।

সপ্তাহ শেষে ডিএসইতে সূচক বেড়েছে ১৯ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৫৫৪ কোটি টাকা ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ১০৬ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ৭০১ পয়েন্ট।

এ বাজারে লেনদেন বেড়েছে প্রায় ১১ কেটি টাকা; হাতবদল হয়েছে ৫৪ কোটি টাকার শেয়ার।

সপ্তাহ শেষে সিএসইতে সূচক বেড়েছে ২৩ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৪১ কোটি টাকা ।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ২১৩টির দাম বেড়েছে; কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত ছিল ২১টি কোম্পানির শেয়ারের দাম।