রিটার্ন জমার সময় বাড়াতে চট্টগ্রাম চেম্বারের চিঠি

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়াতে অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 02:39 PM
Updated : 28 Oct 2014, 02:39 PM

মঙ্গলবার চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ হারুণ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়াতে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম আলাদা চিঠির মাধ্যমে অর্থমন্ত্রী আবুল মাল ‍আবদুল মুহিত ও এনবিআর চেয়ারম্যান মো. গোলাম হোসেনের প্রতি আহ্বান জানিয়েছেন। 

চিঠিতে মাহবুবুল আলম বলেন, “দেশের অর্থনৈতিক ভিত্তি দৃঢ়করণ ও সচল রাখার লক্ষ্যে নতুন করদাতার সংখ্যা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

“ইচ্ছে থাকা সত্ত্বেও বিদ্যমান অর্থনৈতিক অবস্থা, ঈদুল আযহা এবং হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের পূজার ‍কারণে বিপুলসংখ্যক নতুন ও পুরনো করদাতা স্বল্প সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব হয়নি।”

আগামী ২ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত রয়েছে।

মাহবুবুল আলম বলেন, “সর্বস্তরের করদাতাকে কর দানে উৎসাহিত করতে রিটার্ন দাখিলের সময়সীমা যৌক্তিকভাবে বাড়ানোর অনুরোধ করছি।”