শরিয়া বীমা চালু করল মেটলাইফ অ্যালিকো

শরিয়া ভিত্তিক জীবন বীমা পলিসি চালু করেছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (মেটলাইফ অ্যালিকো)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 05:25 AM
Updated : 28 Oct 2014, 05:25 AM

সোমবার রাজধানীর মতিঝিলে অ্যালিকো ভবনে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেটলাইফ অ্যালিকো জানিয়েছে, এখন থেকে বাংলাদেশের গ্রাহকরা তিন ধরনের শরিয়া ভিত্তিক ডিপিএস সেবা নিতে পারবেন। এর মধ্যে রয়েছে, তাকাফুল ডিপিএস গোল্ড, তাকাফুল ডিপিএস সিলভার ও তাকাফুল ডিপিএস ব্রোঞ্জ।

প্রতিষ্ঠানের রিজিওনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সাউথ এশিয়া এম নুরুল ইসলাম নতুন পলিসির উদ্বোধন  করেন। এ সময় প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নুরুল ইসলাম বলেন, বাংলাদেশে শরিয়া ভিত্তিক ইন্স্যুরেন্স পলিসির ব্যাপক চাহিদা রয়েছে। এই নতুন পলিসি গ্রাহকের শুধু আর্থিক নিরাপত্তাই নিশ্চিত করবে না, মূল্যবোধ ও বিশ্বাসের প্রতিও সংবেদনশীল।

বিশ্বের ৫০টি দেশের ১০ কোটিরও বেশি গ্রাহক রয়েছে বলে মেটলাইফ অ্যালিকোর দাবি। ১৯৫২ সাল থেকে বাংলাদেশে কাজ করছে প্রতিষ্ঠানটি।