ডিএসইতে সূচক-লেনদেন কমেছে

সপ্তাহের শেষ দিনে বাংলাদেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 01:15 PM
Updated : 23 Oct 2014, 01:15 PM

বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ১৫৪ পয়েন্টে নামে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৫৭৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৫০ কোটি টাকা কম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৩৭ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ৬৭৮ পয়েন্ট।

এ বাজারে লেনদেন বেড়েছে প্রায় ১ কোটি টাকা; হাতবদল হয়েছে ৫১ কোটি টাকার শেয়ার।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১১৮টির দাম বেড়েছে; কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত ছিল ৪৬টি কোম্পানির শেয়ারের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএ/১৯১০ঘ.