পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ দিনে বাংলাদেশের দুই স্টক এক্সচেঞ্জে কমেছে সূচক। তবে বেড়েছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 09:48 AM
Updated : 22 Oct 2014, 09:48 AM

বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৫ হাজার ১৭০ পয়েন্টে দাঁড়ায়, যা আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট কম।

সূচক পুনর্বিন্যাসের পর ২০১৩ সালের ২৭ জানুয়ারি ৪ হাজার ৫৬ পয়েন্ট নিয়ে এ সূচকের যাত্রা শুরু হয়েছিল।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৭২৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২৯ কোটি টাকা বেশি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ১০০ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৭০৭ পয়েন্ট।

এ বাজারে লেনদেন বেড়েছে প্রায় ৬ কোটি টাকা; হাতবদল হয়েছে ৫০ কোটি টাকার শেয়ার।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৭৬টির দাম বেড়েছে; কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত ছিল ২১টি কোম্পানির শেয়ারের দাম।