বুধবার শুরু সিএসইর ইন্টারনেট ট্রেড ফেয়ার

বিনিয়োগকারীদের ইন্টারনেটে শেয়ার ব্যবসার প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের উদ্যোগ রাজধানীতে দুই দিনের ‘ইন্টারনেট ট্রেড ফেয়ার’ (আইটিএফ) শুরু হচ্ছে বুধবার। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 01:51 PM
Updated : 21 Oct 2014, 01:51 PM

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

মেলা উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার সিএসইর ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এর ব্যবস্থাপনা পরিচালক  সৈয়দ সাজিদ হোসেন জানান, মেলায় হাতে কলমে বিনিয়োগকারীদের ইন্টারনেটের মাধ্যমে লেনদেন সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

“মেলায় আইপ্যাড, নোটপ্যাড ও স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেটে কিভাবে শেয়ার লেনদেন করা যাবে তা  শেখানো হবে।”

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আরো বেশি সম্পৃক্ত করার মাধ্যমে লেনদেন বাড়াতেই সিএসই এ উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।  

মেলায় ১৭টি ব্রোকারেজ হাউজ, ৩টি আইটি সল্যুশন কোম্পানি, ২টি টেলিকম কোম্পানি ও ২টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি অংশ নেবে।

মেলায় বিক্রি হওয়া প্রবেশ টিকেটগুলো থেকে লটারির মাধ্যমে প্রতিদিন ৫টি করে পুরস্কার দেওয়া হবে।  

প্রথম পুরস্কার হিসেবে থাকছে মোবাইল অপারেটর রবির প্যাকেজসহ ১টি স্মার্টফোন।

দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে বাংলালায়ন ও গ্রামীণফোনের মডেম।

এছাড়া চতুর্থ পুরস্কার গ্রামীণফোনের সিমকার্ড, পঞ্চম পুরস্কার রবির সিম।