গত ২৪ দিনে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

সপ্তাহের দ্বিতীয় দিনে বাংলাদেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 02:16 PM
Updated : 20 Oct 2014, 02:16 PM

সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ডিএসইএক্স ৫ হাজার ১৪৫ পয়েন্টে দাঁড়ায়, যা আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কম।

এ নিয়ে গত তিন দিনে ১৭১ পয়েন্ট সূচক কমেছে ডিএসইতে এর আগের ৫৮ দিনে ৯৭১ পয়েন্ট সূচক বেড়েছিল।

সূচক পুনর্বিন্যাসের পর ২০১৩ সালের ২৭ জানুয়ারি ৪ হাজার ৫৬ পয়েন্ট নিয়ে এ সূচকের যাত্রা শুরু হয়েছিল। টানা তিন দিন পতনের আগে ১৫ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সর্বোচ্চ ৫ হাজার ৩১৫ পয়েন্ট হয়েছিল ।

ডিএসইতে সোমবার হাতবদল হয়েছে ৫৯৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৯০ কোটি টাকা কম,যা গত ২৪ দিনে এর চেয়ে কম লেনদেন হয়েছিল গত ৯ সেপ্টেম্বর, সেদিন লেনদেন ছিল ৫২২ কোটি টাকা ।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৩৯ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৬৭৮ পয়েন্ট।

এ বাজারে লেনদেন বেড়েছে প্রায় ২ কোটি টাকা; হাতবদল হয়েছে ৪৭ কোটি টাকার শেয়ার।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১০০টির দাম বেড়েছে; কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত ছিল ৩২টি কোম্পানির শেয়ারের দাম।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো সামিট পূর্বাচল, সাইফ পাওয়ার, ইসলামিক ফাইন্যান্স, আরএকে সিরামিকস, আরএসআরএম স্টিল, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, এফএএস ফাইন্যান্স, কেপিসিএল ও ইন্টারন্যাশনাল লিজিং।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো ৭ম আইসিবি, জেমিনী সী ফুড, বিআইএফসি, পেনিনসুলা চিটাগাং, রেনউইক যজ্ঞেশ্বর, মেঘনা পিইটি, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, বিডি অটোকারস, শাইনপুকুর সিরামিকস ও ফু-ওয়াং ফুডস।