আশুগঞ্জ হয়ে ত্রিপুরা যাচ্ছে ভারতীয় চাল

দুদেশের মধ্যে নৌ প্রটোকল চুক্তি অনুযায়ী বিনা শুল্কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ হয়ে দ্বিতীয় দফায় ত্রিপুরায় চাল পাঠাচ্ছে ভারত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 09:02 AM
Updated : 20 Oct 2014, 01:04 PM

সোমবার সকাল থেকে আশুগঞ্জের আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রাকে করে চাল ত্রিপুরা যাচ্ছে।

১৯৭২ সালের নৌ প্রটোকল চুক্তির আওতায় বাংলাদেশের উপর দিয়ে ১০ হাজার টন চাল ত্রিপুরা রাজ্যে নেওয়া ভারতীয় অনুরোধে বাংলাদেশ সরকার ভারতকে এ সুবিধা দেয়। এর মধ্যে গত অগাস্ট মাসে প্রথম দফায় পাঁচ হাজার টন চাল ত্রিপুরায় নেওয়া হয়।

কলকাতার ডায়মন্ড হারবার বন্দর থেকে চাল নিয়ে চারটি কার্গো রোববার বিকালে আশুগঞ্জ নৌ বন্দরে পৌঁছে।

দরপত্রের মাধ্যমে বাংলাদেশের পরিবহনন ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সিওয়েজকে চাল পরিবহনের কার্যাদেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি আশুগঞ্জ আর্ন্তজাতিক নৌবন্দর ব্যবহার করে গত অগাস্ট মাসে পাঁচ হাজার টন চাল ত্রিপুরায় পৌঁছে দিয়েছে।

এ ব্যাপারে কাস্টমস অ্যান্ড ভ্যাটের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের সহকারী কমিশনার মো. আহসান উল্লাহ জানান  এসব পণ্য পরবিহনে বাংলাদেশ কোন শুল্ক পাবে না। তবে বন্দর ব্যবহারের জন্যে বিআইডব্লিউটিএ সামান্য চার্জ পাবে।