ত্রিপুরাগামী দ্বিতীয় দফার চাল আশুগঞ্জে

কলকাতা থেকে ত্রিপুরাগামী দ্বিতীয় কিস্তির পাঁচ হাজার টন চাল নিয়ে চারটি জাহাজ রোববার আশুগঞ্জ নৌ-বন্দরে পৌঁছেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 02:00 PM
Updated : 19 Oct 2014, 02:00 PM

আশুগঞ্জ নৌবন্দরের পরিবহন পরিদর্শক মো. শাহ আলম জানান, কলকাতার ডায়মন্ড হারবার পোর্ট থেকে গত ৬ অক্টোবর পাঁচ হাজার টন চাল নিয়ে চারটি কার্গো জাহাজ আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশে আসে।

বিকাল ৪টায় এগুলো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরের পৌঁছে।  

সোমবার এসব চাল আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দর থেকে কাভার্ডভ্যানের মাধ্যমে সড়ক পথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার আগরতলায় নেওয়া শুরু হবে বলে তিনি জানান।

১৯৭২ সালের নৌ প্রটোকলের আওতায় কলকাতা থেকে ১০ হাজার টন চাল যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এর আগে চলতি বছরের অগাস্টে পাঁচ হাজার টন চাল ত্রিপুরায় নেয়া হয়েছে।

শাহ আলম আরো জানান, দুদেশের সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পর ১৯৭২ সালের নৌপ্রটোকলের আওতায় বিনাশুল্কে বাংলাদেশের চারশ কিলোমিটার জলপথ, ৫০ কিলোমিটার সড়ক পথ, আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ১০ হাজার টন খাদ্য পণ্য ভারতের ত্রিপুরায় নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়।

দরপত্রের মাধ্যমে এ পরিবহন কাজ পায় বাংলাদেশের পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সিওয়েজ। তারা গত অগাস্টে পাঁচ হাজার টন চাল ত্রিপুরায় পৌঁছে দেয়।