আইএসও সনদ পেল রবি

গ্রাহকদের তথ্য নিরাপত্তা নিশ্চিত করে দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসাবে স্বীকৃতি পেয়েছে রবি আজিয়াটা লিমিটেড।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 01:55 PM
Updated : 19 Oct 2014, 01:55 PM
রোববার রবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রতিষ্ঠানটিকে আইএসও (আইএসও ২৭০০১:২০১৩) সনদ প্রদান করেছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইন্সটিটিউট (বিএসআই)।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যার্ন্ডাডাইজেশান (আইএসও) এবং দ্য ইন্টারন্যাশনাল ইলেক্ট্রো টেকনিক্যাল কমিশনের (আইইসি) একটি যৌথ উপকমিটি তথ্য নিরাপত্তা মানের স্বীকৃতি হিসাবে আইএসও ২৭০০১:২০১৩ প্রদান করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “রবি তার গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক নীতি অনুসরণ, সচেতনতা বৃদ্ধি, নীতির বাস্তবায়ন ও সম্পদের সঠিক ব্যবহার করছে- এ স্বীকৃতি তারই প্রমাণ।”

আইএসও প্রবর্তিত তথ্য নিরাপত্তা মান অনুসরণ করে রবি তথ্য নিরাপত্তা প্রক্রিয়ার উন্নয়ন, বাস্তবায়ন, পরিচালনা ও ব্যবস্থাপনা নিশ্চিত এবং কোম্পানির মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করে রবি।