পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

সপ্তাহের প্রথম দিনে বাংলাদেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 11:07 AM
Updated : 19 Oct 2014, 11:07 AM

রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ডিএসইএক্স ৫ হাজার ১৭৭ পয়েন্টে দাঁড়ায়, যা আগের দিনের চেয়ে ১০৯ পয়েন্ট কম।

সূচক পুনর্বিন্যাসের পর ২০১৩ সালের ২৭ জানুয়ারি ৪ হাজার ৫৬ পয়েন্ট নিয়ে এ সূচকের যাত্রা শুরু হয়েছিল।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৬৮৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১২৭ কোটি টাকা কম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ১৯৫ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৭১৭ পয়েন্ট।

এ বাজারে লেনদেন কমেছে প্রায় ১২ কোটি টাকা; হাতবদল হয়েছে ৪৫ কোটি টাকার শেয়ার।

রোববার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৫৪টির দাম বেড়েছে; কমেছে ২৩৩টির এবং অপরিবর্তিত ছিল ১৫টি কোম্পানির শেয়ারের দাম।