৩ কোটি ডলারের কার্যাদেশ পেল এবিবি

বাংলাদেশে চারটি নতুন টার্নকি সাবস্টেশন নির্মাণ এবং আরও ছয়টির সম্প্রসারণে ৩ কোটি ডলারের কার্যাদেশ পেয়েছে জ্বালানি ও বিদ্যুৎ প্রযুক্তিখাতের প্রতিষ্ঠান এবিবি লিমিটেড।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 05:07 PM
Updated : 2 Oct 2014, 03:33 PM

বুধবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বাড়তে থাকা বিদ্যুতের চাহিদা মেটাতে সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ (পিজিসিবি) এই কার্যাদেশ দিয়েছে।

এতে বলা হয়, নতুন চারটি সাবস্টেশন নির্মাণ করা হবে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বিয়ানীবাজার ও সুনামগঞ্জে। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন করে এর সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও পরিবেশগত প্রভাব হ্রাস করাই এর লক্ষ্য।

এই সাবস্টেশনগুলো নির্মাণ এবং বাকিগুলোর কাজ সম্প্রসারণের ফলে প্রায় সাড়ে চার লাখ ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হবে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পাশাপাশি কার্বণ নিঃসরণ বছরে  প্রায় ২৫ লাখ টন কমবে বলেও এতে দাবি করা হয়।

বহুজাতিক প্রতিষ্ঠান এবিবি’র বিশ্বের ১০০টিরও বেশি দেশে কার্যক্রম রয়েছে, যাতে কাজ করছেন ১ লাখ ৪৫ হাজার কর্মী।