বেনাপোল চেকপোস্টের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

দেশি-বিদেশি যাত্রী পারাপার স্বাভাবিক রাখতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের কর্মকর্তা কর্মচারীদের দুর্গাপূজা,লক্ষ্মীপূজা ও ঈদ-উল-আজহার ছুটি বাতিল করা হয়েছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 01:23 PM
Updated : 1 Oct 2014, 01:23 PM

পূজা,ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে বন্দরে সাতদিন ছুটি  থাকলেও অতিরিক্ত যাত্রী পারাপারের জন্য কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে কর্মরত কাস্টমসের সহকারী কমিশনার শরফুদ্দিন আহম্মেদ।

তিনি বলেন, "বছরের প্রতিদিনই আন্তর্জাতিক চেকপোস্ট খোলা রাখার নিয়ম। তাই ঈদের ছুটি থাকার পরও বিশেষ ব্যবস্থায় যাত্রী পারাপার চালু রাখা হয়েছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই চেকপোস্টে কর্মরত কাস্টমসের কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।"

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক আখতার হোসেন বলেন, "পূজা ও ঈদের কারণে বেনাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বেড়েছে। ইমিগ্রেশনে কর্মরত ৯০ শতাংশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে।"

দেশি-বিদেশি পাসপোর্ট যাত্রীদের পারাপারের সুবিধার্থে এ উদ্দ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।