সূচকের সঙ্গে লেনদেনও কমেছে ডিএসইতে

টানা নয় দিন বাড়ার পর সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 10:46 AM
Updated : 29 Sept 2014, 10:46 AM

সোমবার লেনদেন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৫ হাজার ৫০ পয়েন্টে দাঁড়ায়, যা আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কম।

সূচক পুনর্বিন্যাসের পর ২০১৩ সালের ২৭ জনুয়ারি ৪ হাজার ৫৬ পয়েন্ট নিয়ে এ সূচকের যাত্রা শুরু হয়েছিল।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৯০২ কোটি টাকার শেয়ার, যা রোববারের চেয়ে ১৯৯ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৬৭ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৪৫৯ পয়েন্ট।

এ বাজারে লেনদেন কমেছে প্রায় ৬ কোটি টাকা; হাতবদল হয়েছে ৬৫ কোটি টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৮৭টির দাম বেড়েছে; কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত ছিল ৩৮টি কোম্পানির শেয়ারের দাম।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্সে ১৬১ পয়েন্ট যোগ হয়। প্রতিদিন গড়ে হাতবদল হয় ১ হাজার ৫ কোটি টাকার শেয়ার।

আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকে যোগ হয়েছিল ১৯০ পয়েন্ট। প্রতিদিন গড়ে হাতবদল হয়েছিল ৯২০ কোটি টাকার শেয়ার।