মোদীর ‘মেইক ইন ইন্ডিয়া’ নিয়ে ঢাকায়ও আয়োজন

নরেন্দ্র মোদীর ‘মেইক ইন ইন্ডিয়া’ প্রচার কর্মসূচির সময় ঢাকায়ও এক আয়োজন রেখে ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তাদের জড়ো করছে ভারতীয় দূতাবাস।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 06:20 PM
Updated : 23 Sept 2014, 06:21 PM
আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের এই আয়োজনে অংশ নিতে attcom1@hcidhaka.gov.in এই ঠিকানায় ই-মেইল পাঠাতে হবে।

ওই দিন নয়া দিল্লিতে ‘মেইক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারতের নতুন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর গত ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিনিয়োগ আকর্ষণে নিজের এই কর্মসূচির পরিকল্পনা তুলে ধরেন বিজেপি নেতা।

তিনি বলেছিলেন, “সারাবিশ্বকে বলছি, বিক্রি যেখানেই করুন না কেন, (পণ্য) তৈরি করুন ভারতে। তা তৈরির দক্ষতা ও প্রতিভা আমাদের রয়েছে।”

বৃহস্পতিবারের অনুষ্ঠানেও তিনি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ভারতকে বেছে নেওয়ার আহ্বান জানাবেন।

ঢাকায় ভারতীয় দূতাবাসের সঙ্গে অনুষ্ঠানের সহ-আয়োজক ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর বিন আলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই অনুষ্ঠানের অংশ নেওয়ারা পারস্পরিক মিথষ্ক্রিয়ার একটি সুযোগ পাবেন।

ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণও অনুষ্ঠানে থাকবেন জানিয়ে জাহাঙ্গীর বলেন, তার সঙ্গেও আলোচনার সুযোগ পাওয়া যাবে।

বাংলাদেশ নিজেও বিদেশি বিনিয়োগ প্রত্যাশী। আর বাংলাদেশের ব্যবসায়ীদের দেশের বাইরে বিনিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের বিধি-নিষেধ রয়েছে।

জাহাঙ্গীর বিন আলিম বলেন, অনুমতি পেলে অনেক ব্যবসায়ীর বিদেশে বিশেষ করে ভারতে বিনিয়োগের ইচ্ছা রয়েছে।