৭২ ঘন্টায় বাংলালিংকের বীমা দাবি পরিশোধ

দাবিনামা দেয়ার তিন দিনের মধ্যে এক গ্রাহক পরিবারের জীবন বীমার দাবির টাকা পরিশোধ করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের প্রিয়জন ইন্স্যুরেন্স সেবা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 12:43 PM
Updated : 17 Sept 2014, 12:50 PM

বুধবার বাংলালিংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রিয়জন ইন্স্যুরেন্সের গ্রাহক সৈয়দ সেলিম হাসান সম্প্রতি লক্ষ্মীপুরে আকস্মিক মৃত্যুবরণ করেন।তার পরিবার দাবিনামার দেয়ার ৭২ ঘন্টার মধ্যে বাংলালিংক ইন্স্যুরেন্সের দাবি পরিশোধ করে।

সেলিম হাসান তার পুত্র সৈয়দ জাবেদ হাসানকে তার প্রিয়জন ইন্স্যুরেন্সের নমিনি নির্বাচন করেছিলেন।

প্রিয়জন গ্রাহক সেলিম হাসান তার বাংলালিংকের সিম ব্যবহার করে প্রাইজ পয়েন্টের বিপরীতে ৫০ হাজার টাকা পাওয়ার দাবিদার হন। তার মৃত্যুর পর পুত্র জাবেদ দাবীনামা পেশ করেন।

তথ্যপ্রমাণ জমা দেয়ার পর ডেলটা লাইফ ইন্স্যুরেন্স ৭২ ঘন্টার মধ্যে দাবিকৃত বীমার ৫০ হাজার টাকা পরিশোধ করে।

এটি দেশের সবচেয়ে দ্রুততম ও নিখুঁত বীমা পরিশোধের ঘটনা বলে দাবি করে বাংলালিংক।

প্রতিষ্ঠানটির রিজিওনাল কমার্শিয়াল হেড ফরহাদ হোসেনের হাত থেকে জাবেদ বীমার চেক গ্রহণ করেন। লক্ষ্ণীপুরে বাংলালিংক ডিস্ট্রিবিউশন হাউসে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম বলেন, “দ্রুততম সময়সীমার মধ্যে বীমার টাকা পরিশোধ করে আমরা শোকাহত পরিবারের পাশে থাকতে চাই।’

বাংলালিংক চলতি বছরের জুন মাসে প্রিয়জন লাইফ ইন্স্যুরেন্স চালু করে, যাতে ১০ লাখ টাকা পর্যন্ত বীমাদাবি পরিশোধের সুযোগ রাখা হয়েছে।