সূচক ও লেনদেন বেড়েছে দুই বাজারেই

সপ্তাহের তৃতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 12:10 PM
Updated : 16 Sept 2014, 12:10 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাতবদল হয়েছে ৮৩৬ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৬৭ কোটি টাকা বেশি।

এ বাজারের সার্বিক সূচক ডিএসইএক্স সোমবারের চেয়ে প্রায় ৪৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫৯ পয়েন্ট হয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৬৩ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ৮৬৩ পয়েন্ট।

চট্টগ্রামে লেনদেন বেড়েছে প্রায় ১২ কোটি টাকা; হাতবদল হয়েছে ৫৪ কোটি টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১১৪টির দাম বেড়েছে, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত ছিল ৫০টি কোম্পানির শেয়ারের দাম।

এর আগে সপ্তাহের প্রথম দিন রোববার সাড়ে সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয় ডিএসইতে। সেদিন হাতবদল হয় ৮৩৮ কোটি টাকার শেয়ার।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্সে যোগ হয় ৩৪ পয়েন্ট। আর প্রতিদিন গড় লেনদেন ছিল ৫৭৩ কোটি টাকা।