ইন্টারনেট ট্রেডিং মেলা করবে সিএসই

অক্টোবরের শেষের দিকে ইন্টারনেট ট্রেডিং মেলার আয়োজন করবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 12:30 PM
Updated : 15 Sept 2014, 12:30 PM

এতে দর্শনার্থীরা ইন্টারনেট ট্রেডিং সিস্টেমের (আইটিএস) মাধ্যমে সরাসরি লেনদেনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন সিএসই ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন।

সিএসইর ঢাকা কার্যালয়ে সোমবার সকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সাজিদ হোসেন বলেন, “মেলায় দর্শনার্থীরা স্মার্ট ফোন, আইপ্যাড অথবা ল্যাপটপের মাধ্যমে সিএসইসি'র টিম আইটিএস ট্রেডিং হাতে-কলমে দেখতে পারবেন। আইটিএস মেলায় সিএসইর স্টেককহোল্ডার, বিভিন্ন আইটি কোম্পানি ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের স্টল থাকবে।”

এছাড়া শিগগিরই সিএসইতে আরো তিনটি সূচক চালু করতে যাচ্ছে বলে জানান তিনি।

সৈয়দ সাজিদ বলেন, আগামী অক্টোবরের শেষের দিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) সূচকগুলো চালুর বিষয়ে অবহিত করব। নভেম্বরের মধ্যে তা চালু করা হবে। এ লক্ষ্যে সিএসইর সব প্রস্তুতি শেষ হয়েছে।”

সূচক তিনটি হলো- শরিয়াহ ইনডেক্স, আইপিও ইনডেক্স ও বেঞ্চমার্ক ইনডেক্স।