সূচক-লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 10:38 AM
Updated : 15 Sept 2014, 10:38 AM

রোববার ডিএসইতে সাড়ে সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হলেও সোমবার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৬৯ কোটি টাকা, যা আগের দিনের থেকে ১৭৯ কোটি টাকা কম।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স  রোববারের চেয়ে প্রায়  ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭১০ পয়েন্ট হয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৮ পয়েন্ট কমে হয়েছে ৮ হাজার ৮০১ পয়েন্ট।

চট্টগ্রামে লেনদেন কমেছে প্রায় ১০ কোটি টাকা; এদিন হাতবদল হয়েছে ৪২ কোটি টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৮৩টির দাম বেড়েছে, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত ছিল ৪৫টি কোম্পানির শেয়ারের দাম।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্সে যোগ হয় ৩৪ পয়েন্ট। আর প্রতিদিন গড় লেনদেন ছিল ৫৭৩ কোটি টাকা।