সাড়ে ৭ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৩৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা সাড়ে ৭ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 11:55 AM
Updated : 14 Sept 2014, 11:55 AM

এর আগে সর্বশেষ ৩০ জানুয়ারি এর চেয়ে বেশি টাকার লেনদেন হয়েছিল ডিএসইতে; সেদিন হাতবদল হয়েছিল ৮৫৭ কোটি টাকার শেয়ার।

লেনদেনের পাশাপাশি রোববার দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স বৃহস্পতিবারের চেয়ে প্রায় ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১৪ পয়েন্ট হয়েছে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ৮০৯ পয়েন্ট।

চট্টগ্রামে লেনদেন বেড়েছে প্রায় ১১ কোটি টাকা; হাতবদল হয়েছে ৫২ কোটি টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১২৫টির দাম বেড়েছে। কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত ছিল ২৯টি কোম্পানির শেয়ারের দাম।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্সে যোগ হয় ৩৪ পয়েন্ট। প্রতিদিন গড়ে লেনদেন হয় ৫৭৩ কোটি টাকার শেয়ার।