ব্রাহ্মণবাড়িয়ায় এয়ারটেলের থ্রি জি

ব্রাহ্মণবাড়িয়ায়ও থ্রি জি সেবা পাবেন এয়ারটেল গ্রাহকরা। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 12:44 PM
Updated : 2 Sept 2014, 12:44 PM

সোমবার এই জেলায় থ্রি জি সেবা চালুর কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই মোবাইল ফোন অপারেটর।

এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের নর্থ ইস্ট জোনের জোনাল বিজনেস ম্যানেজার এম খুরশেদ আলম, জোনাল সেলস ম্যানেজার সানি কেনেথ পালমার, ব্রাহ্মণবাড়িয়া টেরিটরি ম্যানেজার মশিউর রহমান এবং এয়ারটেল বাংলাদেশের অন্যান্য কর্মকর্তারা থ্রি জি সেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, নিয়াজ স্টেডিয়াম, পশ্চিম মেদ্দা, হসপিটাল রোড, জেলা সদর হাসপাতাল, পশ্চিম পাইকপাড়া, ওয়ার্ড-৩, ডিসি এসপি রোড, কলেজ পাড়া, পুর্ব পাইক পাড়া (পানির ট্যাঙ্কি), অন্বেষা, বাগানবাড়ী, মসজিদ রোড এবং রেলওয়ে স্টেশন এলাকাগুলোতে থ্রি জি সেবার আওতায় এনেছে এয়ারটেল।

এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক পি ডি শর্মা এক বিবৃতিতে বলেছেন, এয়ারটেল তার গ্রাহক অগ্রাধিকার নিশ্চিত করতে উন্নতমানের সেবা দিয়ে আসছে।

“গ্রাহকদের দেয়া প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় থ্রি জি কার্যক্রম চালু করতে যাচ্ছি। আমরা সারা দেশের প্রতিটি স্থানে প্রযুক্তিগত বিবর্তনে বিশেষ অবদান রাখতে সক্ষম হতে পেরে অত্যন্ত আনন্দিত।”