বাংলা ভাষায় অ্যান্ড্রয়েডভিত্তিক ৫০০ মোবাইল অ্যাপ্লিকেশন

বাংলা ভাষায় অ্যান্ড্রয়েডভিত্তিক ৫০০ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 02:59 PM
Updated : 31 August 2014, 02:59 PM

অ্যাপস নির্মাতা প্রতিষ্ঠান ইএটিএল’র (এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড) সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

আইসিটি বিভাগের পক্ষে সচিব নজরুল ইসলাম খান ও ইএটিএল’র পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান।

৫০০’র মধ্যে ৩০০ অ্যাপস সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার তথ্য ও সেবা এবং ২০০ অ্যাপস প্রতিযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে পাওয়া নতুন সৃজনশীল ধারণার উপর তৈরি হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষক ও সৃজনশীল অ্যাপস উন্নয়ন শিরোনামের এই কর্মসূচির আওতায় দেশের ৭টি বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৫০০ তরুণ-তরুণীকে মোবাইল অ্যাপস উন্নয়নের উপর তিন মাস প্রশিক্ষণ দেয়া হবে।

বিসিসি ভবনে সমঝোতা স্মারক অনুষ্ঠানে আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, যুগ্ম-সচিব শ্যামাপ্রসাদ বেপারী, সুশান্ত কুমার সাহা, ইএটিএল’র পক্ষে ড. রাজেশ পালিত, এইচ এম মোস্তফা কামাল, সহিদুল ইসলাম ও সুজিত কুমার সাহা উপস্থিত ছিলেন।