চট্টগ্রাম থেকে রাস আল খাইমাহতে এয়ার এরাবিয়ার ফ্লাইট

চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ’তে নতুন ফ্লাইট চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক বিমান কোম্পানি এয়ার এরাবিয়া।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 02:58 PM
Updated : 31 August 2014, 03:17 PM

কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আরব আমিরাতের রাস আল খাইমাহ বিমানবন্দরে সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করা হবে।

বর্তমানে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমিরাতের শারজাহ ও রাস আল খাইমাহ বিমান বন্দরে সাপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এয়ার এরাবিয়া।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রতি বুধ, শুক্র ও রবিবার তাদের ফ্লাইটগুলো রাস আল খাইমাহ থেকে ছেড়ে এসে সকাল ০৮টা ৩০ মিনিটে চট্টগ্রামে অবতরণ করবে। মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার চট্টগ্রাম থেকে রাত ০৯টা ২০মিনিটে রাস আল খাইমাহ’র উদ্দেশ্যে ছেড়ে যাবে তাদের ফ্লাইটগুলো।

এয়ার এরাবিয়ার প্রধান নির্বাহী আদেল আলী বলেন, সাশ্রয়ী বিমান ভ্রমণের সুবিধার জন্য প্রতিমাসে হাজারো যাত্রী বাংলাদেশ থেকে এয়ার এরাবিয়াতে মধ্যপ্রাচ্যে ভ্রমণ করছে।