৫০ হাজার আমের চারা ‘বিতরণ’ করবে প্রাণ

দেশের উত্তরাঞ্চলে চুক্তিবদ্ধ কৃষকদের মাঝে স্বল্পমূল্যে পঞ্চাশ হাজার উন্নতজাতের আমের চারা বিতরণ করবে প্রাণ এগ্রো বিজনেস।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 04:02 PM
Updated : 26 August 2014, 04:02 PM

কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি রাজশাহীর চারঘাট উপজেলায় আমচাষীদের মাঝে পাঁচ হাজার চারা বিতরণ করা হয়েছে।

প্রাণ এগ্রো বিজনেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. মাহতাব উদ্দিন জানান, প্রাণ-এর ১৩ হাজারের অধিক  চুক্তিবদ্ধ আমচাষী রয়েছে। প্রতিবছর এসব চাষীদের মাঝে স্বল্পমূল্যে আমের চারা বিতরণ করেন তারা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাণ এগ্রো বিজনেস লিমিটেডের অধীনে প্রায় ৭৮ হাজার চুক্তিভিত্তিক প্রান্তিক কৃষক রয়েছে। এদের কাছ থেকে আম, চাল, ডাল, বাদাম, টমেটো, দুধ, জলপাই, মরিচ ও হলুদসহ অন্যান্য কৃষিপণ্য কিনে বাজারজাত করে প্রাণ।