ডি-৮ জোটে শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় বাংলাদেশ

ডি-৮ জোটভুক্ত দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েনিন্টফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 03:40 PM
Updated : 26 August 2014, 03:40 PM

মঙ্গলবার সচিবালয়ে ঢাকা সফররত ডি-৮ মহাসচিব সৈয়দ আলী মোহাম্মদ মোসাভির নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ দাবি জানান তিনি। 

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, “স্বল্পোন্নত দেশ হিসেবে আমরা বিশ্বের বড় বড় দেশ থেকে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পেয়ে থাকি। ডি-৮ জোটে যেসব দেশ রয়েছে এর মধ্যে বাংলাদেশ একমাত্র স্বল্পোন্নত দেশ।

“সুতরাং ডি-৮ সদস্য দেশগুলোর কাছ থেকে আমরা শুল্ক ও কোটামুক্ত সুবিধা প্রত্যাশা করি এবং এর মাধ্যমে রফতানি আয়ের ক্ষেত্রে আমরা ৩০ শতাংশ মূল্য সংযোজন করতে চাই।”

এ ব্যাপারে পরিকল্পনার কথা জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, আগামী ২০ ও ২১ অক্টোবর তুরস্কের আঙ্কারায় ডি-৮ জোটের বাণিজ্যমন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে এটাই হবে প্রধান আলোচ্য বিষয়। বৈঠকে এ বিষয়টি নিয়েই আলোচনা হয়েছে।

ডি-৮ মহাসচিব এ ব্যাপারে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানান বাণিজ্যমন্ত্রী।

এছাড়া আঙ্কারার সম্মেলনে প্রতিটি দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক আলোচনা করা হবে বলেও জানান তিনি।