সূচক ও লেনদেন বেড়েছে দুই পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েনিটফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 10:54 AM
Updated : 26 August 2014, 10:54 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯১ পয়েন্ট হয়েছে।

এ নিয়ে সপ্তাহের তিন কার্যদিবসে দেশের প্রধান এই পুঁজিবাজারের সূচক বেড়েছে ৪৪ পয়েন্ট।

ডিএসইতে এদিন ৭৯৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৮৮ কোটি টাকা বেশি।

আগের সপ্তাহে সাড়ে ৬০০ কোটি টাকার মতো গড় লেনদেন হলেও এ সপ্তাহের তিনদিনেই ৭০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসইএক্স ৬৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৭৭ পয়েন্ট হয়েছে।

হাতবদল হয়েছে প্রায় ৫৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৩ কোটি টাকা বেশি।

ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৯৫টির দাম বেড়েছে, কমেছে ৮০টির এবং ২৩টির দাম অপরিবর্তিত ছিল।

গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক মোট ৭ পয়েন্ট হারায়। প্রতিদিন গড়ে ৬৫৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।