পুঁজিবাজারে সূচক বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2014, 11:09 AM
Updated : 25 August 2014, 11:09 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৪ পয়েন্ট হয়েছে।

তবে লেনদেন আগের দিনের চেয়ে ৩১ কোটি টাকা কমে ৭০৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬১৪ পয়েন্ট হয়।

লেনদেন আগের দিন থেকে প্রায় ২ কোটি টাকা কমে প্রায় ৫১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৫৫টিরই দাম বেড়েছে। দাম কমেছে ১১৭টি কোম্পানির শেয়ারের, অপরিবর্তিত ছিল ২৩টি শেয়ারের দাম।

গত সপ্তাহ শেষে ডিএসইতে সূচক কমেছে ৭ পয়েন্ট গড়ে দৈনিক লেনদেনের পরিমাণ ছিলো ৬৫৮ কোটি টাকা।

আগের সপ্তাহে ডিএসইতে সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট গড়ে দৈনিক লেনদেনের পরিমাণ ছিলো ৬৭২ কোটি টাকা। তার আগের সপ্তাহে ডিএসইতে ৫৯ পয়েন্ট সূচক বাড়ে এবং গড়ে দৈনিক লেনদেন হয় ৫৪৪ কোটি টাকার শেয়ার।