নিত্যপণ্যের আমদানিতে ছাড়

এখন থেকে বায়ার্স বা সাপ্লাইয়ার্স ক্রেডিটে আমদানি করা নিত্যপণ্যের মূল্য তিন মাসের মধ্যে পরিশোধ করা লাগবে না।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2014, 07:01 PM
Updated : 24 August 2014, 07:01 PM

ফাইল ছবি

এই ঋণের আওতায় আমদানি মূল্য তিন মাসের মধ্যে পরিশোধ করতে হয়। এক্ষেত্রে নিত্য পণ্যের জন্য এই ছাড় দিয়ে রোববার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়েচে।

অপরিশোধিত ভোজ্যতেল ও তৈলবীজ, অপরিশোধিত চিনি এবং গম আমদানির বিল পরিশোধে এই শিথিলতা আনা হয়েছে।

ভোগ্যপণ্যের আমদানিকারক বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর সুপারিশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

ঋণের আওতায় আমদানি পণ্যের মূল্য নির্দিষ্ট তিন মাসের মধ্যে পরিশোধ করতে কেন্দ্রীয় ব্যাংক এর আগে তাগাদ দিয়েছিল।

তখন দেশের কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠী বলেছিল, অপরিশোধিত ভোজ্যতেল ও চিনি আমদানি করে তা পরিশোধনের পর চূড়ান্ত পণ্য বাজারজাতের পর মূল্য পরিশোধ করতে তিন মাসের বেশি সময় লাগে।