পুঁজিবাজারে সূচক-লেনদেন বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2014, 10:36 AM
Updated : 19 August 2014, 10:36 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৬ পয়েন্ট হয়।

দিন শেষে ডিএসইতে প্রায় ৭৪৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের তুলনায় ১২৮ কোটি টাকা বেশি।

সোমবার দিন শেষে সিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৮১ পয়েন্ট হয়। লেনদেন হয়েছে প্রায় ৫৫ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১ কোটি টাকা বেশি।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১০৮টিরই দাম কমেছে। দাম বেড়েছে ১৭১টি কোম্পানির শেয়ারের, অপরিবর্তিত ছিল ২২টি শেয়ারের দাম।

গত সপ্তাহে ডিএসইতে সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট গড়ে দৈনিক লেনদেনের পরিমাণ ছিলো ৬৭২ কোটি টাকা। আগের সপ্তাহে ডিএসইতে ৫৯ পয়েন্ট সূচক বাড়ে এবং গড়ে দৈনিক লেনদেন হয় ৫৪৪ কোটি টাকার শেয়ার।