পুঁজিবাজার খুলে দিল সৌদি আরব

২০১৫ সালের শুরুতেই বিদেশি বিনিয়োগকারীদের জন্য পুঁজিবাজার উন্মুক্ত করে দিতে যাচ্ছে সৌদি আরব।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 11:49 AM
Updated : 23 July 2014, 11:49 AM

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় পুঁজিবাজারের বিদেশি বিনিয়োগকারীদের কাছে উন্মুক্ত করার এই খবর বুধবার দিয়েছে বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।  

বিশ্বের শীর্ষস্থানীয় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের পুঁজিবাজার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, যা বিদেশিদের জন্য রুদ্ধ। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বন্ধ থাকা পুঁজিবাজারের মধ্যে চীনেরটি বৃহত্তম।

বিদেশিদের জন্য উন্মুক্ত করার খবরে সৌদি পুঁজিবাজারে সূচক ৩ শতাংশ বেড়েছে বলে বিবিসি জানিয়েছে।

সৌদি আরবের পুঁজিবাজারের বর্তমান আকার ৫৩০ বিলিয়ন ডলার। বর্তমানে সৌদি নাগরিক এবং পাশের পাঁচটি দেশের নাগরিক এই বাজারে বিনিয়োগ করতে পারেন।

সৌদি আরব জি-২০ দেশগুলোর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশ। গত বছর সৌদি আরবের প্রবৃদ্ধি ছিল ৪ শতাংশ এবং ২০১৪ তে আরো বাড়বে বলে আইএমএফের আভাস।