সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 09:05 AM
Updated : 23 July 2014, 09:05 AM

বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮৯ পয়েন্ট হয়েছে। এদিন হাতবদল হয়েছে প্রায় ৩১৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৫৭ কোটি টাকা কম।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ৬৯ পয়েন্ট কমে ৮ হাজার ৩২০ পয়েন্ট হয়েছে। লেনদেন দাঁড়িয়েছে ৩৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৯০টির দাম বেড়েছে, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৬ পয়েন্ট কমে এক হাজার ৬০২ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহ ডিএসইতে সার্বিক সূচক বাড়ে ২৯ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ২০৮ কোটি টাকার শেয়ার।