ঈদের আগে ছুটির দিনেও শুল্ক স্টেশনের ব্যাংক খোলা

চট্টগ্রাম কাস্টমস হাউসসহ দেশের অন্যান্য শুল্ক স্টেশনের সব ব্যাংক শাখা ঈদের আগে সরকারি ছুটির তিন দিন খোলা থাকবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 11:07 AM
Updated : 22 July 2014, 11:07 AM

দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম ‘অব্যাহত রাখতে’ বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেয়।

ফাইল ছবি

ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড ২৫, ২৬ ও ২৮ জুলাই সরকারি ছুটির দিনেও ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল ও কমলাপুর আইসিডি শুল্ক স্টেশন খোলা রাখার এই সিদ্ধান্ত নিয়েছে।

ওই তিন দিন যে কর্মকর্তা-কর্মচারীরা অফিস করবেন, তাদের ‘সম্মানজনক ভাতা’ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে সার্কুলারে।

২৫ ও ২৬ জুলাই শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি। আর ২৮ জুলাই ঈদের ছুটির প্রথম দিন।