পুঁজিবাজারে লেনদেন বৃদ্ধি, বেড়েছে সূচকও

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 08:59 AM
Updated : 21 July 2014, 08:59 AM

সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯৫ পয়েন্ট হয়েছে। এদিন হাতবদল হয়েছে প্রায় ৩০৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৪৫ কোটি টাকা বেশি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ৫৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৪৫ পয়েন্ট হয়েছে। লেনদেন দাঁড়িয়েছে ২৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকা বেশি।

সোমবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৭৪টির দাম বেড়েছে, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৬০৬ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহ ডিএসইতে সার্বিক সূচক বাড়ে ২৯ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ২০৮ কোটি টাকার শেয়ার।