সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কিছুটা কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2014, 10:17 AM
Updated : 20 July 2014, 10:17 AM

রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭৪ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয়েছে প্রায় ২৬৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১১ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ৩৫ পয়েন্ট কমে ৮ হাজার ২৯২ পয়েন্ট হয়েছে। লেনদেন দাঁড়িয়েছে প্রায় ২২ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে প্রায় ১ কোটি টাকা কম।

রোববার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৪৩টির দাম বেড়েছে, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১২ পয়েন্ট কমে এক হাজার ৫৯১ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহ ডিএসইতে সার্বিক সূচক বাড়ে ২৯ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ২০৮ কোটি টাকার শেয়ার।

এর আগে গত সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক কমে ৭৩ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ১৯২ কোটি টাকার শেয়ার।